সিলেটের বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে মুখ থুবড়ে পড়ে থাকা গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেন। তাই তার যোগ্য নেতৃত্ব ও সুশাসনকে ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। দেশ-জাতির চরম দুর্দিনে তার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে।
তারা আরো বলেছেন, সরকার জিয়া পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফরমায়েসি রায়ে কারাগারে আটকে রেখেছে।
নেতৃবৃন্দ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা এবং গ্রেফতারি পরোয়ানা ও সাজাকে ফরমায়েসি বলে দাবি করেন।
তারা বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে জাতিকে রক্ষার দৃঢ় শপথ নিতে হবে।
বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কেমুসাস মিলনায়তনে দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও মইনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও শামীম আহমদ।
Leave a Reply