NATIONAL
Class activities in government primary schools will continue from April 28 but pre-primary classes will remain close || সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ২৮ এপ্রিল থেকে চলমান থাকবে তবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে
সংবাদ সংক্ষেপ
উত্তরপূর্বর কম্পিউটার অপারেটর হত্যামামলায় এক আসামি গ্রেফতার মৌলভীবাজারে ৫ বছরের সাজার কারণে চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিল ইপিআই কর্মসূচির লক্ষ্য শিশুদের অকালমৃত্যু ও পঙ্গুত্ব রোধ : মেয়র আনোয়ারুজ্জামান সিলেট চেম্বারের সাব-কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্যে আবেদনপত্র আহবান সুনামগঞ্জে সড়কে চলাচলকারীদের মাঝে পানি ও ওরস্যালাইন বিতরণ মেয়র-কাউন্সিলর দ্বন্দ্বে বিশ্বনাথে সংঘর্ষ ভাংচুর পথচারী নারীসহ আহত ১০ সিলেটে শিশু একাডেমির নববর্ষ উদযাপন সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেট বিভাগীয় বইমেলা উদ্বোধন || জেলা-উপজেলা পর্যায়ে বইমেলার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি খাতকে আরও উন্নত করার আহ্বান সিসিক মেয়রের সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ৩ যুবকের মৃত্যু ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে সরকারের : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অহিংস সমাজ গঠনে জুড়ীতে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত জনগণ স্থানীয় সরকার নির্বাচন বর্জন করবে না : নির্বাচন কমিশনার আনিছুর রহমান সিলেটে মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন যুগ যুগ ধরে সুদৃঢ় : আনোয়ারুজ্জামান উপজেলা নির্বাচন || শাল্লায় চেয়ারম্যান প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার পুলিশের অভিযানে চোরাইপথে আনা ১৮টি গরুসহ ৩ চোরাকারবারি গ্রেফতার

পঁচাত্তরের দুরন্ত শিশুটি এখন সাতান্নর পরিপূর্ণ মানুষ হয়ে সামনে দাঁড়িয়ে

  • রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

আল আজাদ
আকুতি জানিয়েছিলে মায়ের কাছে যাবে বলে। কারণ এর চেয়ে নিরাপদ আশ্রয় আর কোথাও যে নেই। কচি মনেই এ বোধ জাগ্রত ছিল। হাত ধরে সেখানেই নিয়ে গিয়েছিল মানব নামের দানবেরা; কিন্তু জানতেনা, মায়ের কাছে এই যাওয়াই হবে শেষ যাওয়া। আর কখনো মায়ের মায়াভরা চোখে চোখ রেখে কথা বলা হবেনা। গ্রামবাংলার সহজ-সরল গৃহকর্ত্রীর নিখাদ প্রতিচ্ছবি মায়ের আটপৌরে শাড়ির আঁচল ধরে আহ্লাদি আব্দার করা যাবেনা যখন তখন। বাবার হাত ধরে প্রিয় স্বদেশের অপরূপ রূপ দর্শন অসমাপ্ত থেকে যাবে। মায়ের সঙ্গে অভিমানের ছল করে বড়ভাইদের কোলে চড়ে বসার স্মৃতিগুলো তাড়া করবেনা। এই জনমে দেখা হবেনা হাসু বু আর ছোট’পার সঙ্গে। বাবার চশমা আর পাইপ নিয়ে মামা-ভাগ্নের কাড়াকাড়িও থেমে যাচ্ছে। বাঙালির জাগরণের উৎসস্থল দ্বিতলবাড়িটি জুড়ে তখন লাশের স্তুপ। ঐতিহাসিক ৩২ নম্বর থেকে তপ্ত রক্তধারা বঙ্গোপসাগর পানে ছুটে চলেছে। হয়তো ভাইয়ের-ভাবীর নিথর দেহগুলো দেখতে দেখতেই গিয়েছিলে কেবল এই আশাতেই যে, মায়ের মমতার ছোঁয়ায় নৃশংসতার এই দৃশ্যগুলো ভুলে যেতে পারবে।
শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান। ১৯৭৫ সালে বয়স ছিল মাত্র এগারো বছর। পড়তো চতুর্থ শ্রেণিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে। জাতির পিতার সন্তান। রাষ্ট্রপতির সন্তান। প্রধানমন্ত্রীর সন্তান; কিন্তু এসব পরিচয় এই ছোট্ট শিশুটির মনোজগতে কোন প্রভাব ফেলতে পারেনি, যেমনি পারেনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রেহানার মনে। বাংলাদেশের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েই বেড়ে উঠেছিলেন-উঠছিলেন সকলে। বাঙালির হাজার বছরের আরাধ্যপুরুষ বাবা যখন স্বাধীন স্বদেশের স্বপ্নপূরণে বন্ধুর পথযাত্রী তখন মায়ের আঁচল তলেই নাড়িছেঁড়া ধনরা সাদামাটা জীবনের পথ ধরে হাঁটছিলেন। তবু শেষরক্ষা হলোনা।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হিংস্র থাবার গভীর ক্ষত মুছে বাংলাদেশ যখন অভীষ্ট লক্ষ্যের পথ ধরে ধাবমান ঠিক তখনই সেই পুরনো শকুনরা পঁচাত্তরের পনেরোই আগস্ট নতুন করে এমন এক ক্ষতচিহ্ন এঁকে দেয় দেশের বুকে-জাতির অন্তরে যা কোনদিন শুকোবেনা-মুছবেনা। সম্ভাবনার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন করতে গিয়ে জল্লাদের দল হত্যা করে বঙ্গবন্ধুকে-দেশের রাষ্ট্রপতিকে-জাতির পিতাকে। এভাবে রাষ্ট্রক্ষমতা ছিনতাইয়ের পথে না শেখ রাসেল না পরিবারের অন্যরা কোন বাঁধা ছিলেন। তবু কেন নৃশংসতার শিকার হতে হলো-এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। উত্তর একটাই, শেখের শেষচিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন করে দেওয়া। কারণ ভয় ছিল, শেখ মুজিবের রক্তের উত্তরাধিকার নিয়ে কেউ বেঁচে থাকলে এই বর্বরতার প্রতিশোধ নেবেই নেবে। তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে একদিন। এজন্যেই তারা চরম আঘাত হানে এবং জাতির পিতার শিশু সন্তানকে পর্যন্ত বাঁচতে দেয়নি।
এখানেই ভুল করেছিল ঘাতকরা। তাদের জানা উচিত ছিল যে, বঙ্গবন্ধুর মতো ক্ষণজন্মা পুরুষদের উত্তরাধিকার কোন একজন কিংবা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। তা ছড়িয়ে যায় লক্ষ-কোটিতে। আর এজন্যেই তারা হয়ে উঠেন মুক্তিদাতা-জাতির পিতা। নিজের আসন করে নেন সবার মনের মণিকোঠায়। মানুষও তাদেরকে একান্ত আপনজন হিসেবে ভাবতে পারে।
বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। খুঁজে নিয়েছে পঁচাত্তরে হারিয়ে ফেলা পথ। আবারও লক্ষ্যস্থির। ২০২১। ২০৪১। কাণ্ডারি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সার্থক উত্তরাধিকার। শেখ রাসেলের হাসু বু। এতে আবার প্রমাণিত হলো, ইতিহাস কারও রক্তচক্ষুকে ভয় পায়না। কারও শাসন মানেনা। কাউকে ক্ষমা করেনা।
শেখ রাসেলের জন্মদিন আজ ১৮ অক্টোবর। ১৯৬৪ সালে যে প্রদীপশিখাটি প্রজ্জ্বলিত হয়েছিল সেটি যুগপূর্তির আগেই নিভে যায়। তবে সেটাতো বাহ্যিক। কেননা, বাঙালির অন্তরদেশে সেই প্রদীপের আলোকশিখা এখনও দ্যুতি ছড়ায়। ছড়াবে অনন্তকাল ধরে। তাইতো দুরন্ত কিন্তু প্রত্যয়দৃপ্ত চেহারার শিশুটি সাতান্নর পরিপূর্ণ মানুষ হয়ে সামনে এসে দাঁড়িয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest