জাকারিয়া হোসেন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, ধনম্পদ পাচার বন্ধ ও পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে হলে এবং গুম ও নির্যাতনের বিচার করতে হলে আওয়ামী লীগের মতো জঞ্জালকে দেশ থেকে বিদায় করতে হবে।
তিনি আরও বলেছেন, এই জঞ্জাল মাথার উপরে রেখে কোন কাজ হবেনা।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মহানগরী দরগাগেইটে কেমুসাসের শহীদ সোলেমান হলে আয়োজিত দলীয় বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। বিদেশে বাংলাদেশের কোন বন্ধু নেই। অর্থপাচারের জন্যে অর্থমন্ত্রী দায়ী। এই অর্থ ফেরৎ আনতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এভাবে আন্দোলন হয়না। তবে আন্দোলন ক্রমশ গতি পাচ্ছে। যুদ্ধযাত্রার জন্যে প্রস্তুত হতে হবে। নেতারাও পাশে থাকবেন।
কর্মীদেরকে মাঠে নামিয়ে নেতারা দূরে বসে থাকলে আন্দোলন হয়না বলে তিনি মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা। অন্য কেউ বা দলের কেউ গেলে আওয়ামী লীগের দোসর বলে চিহ্নিত হবেন।
Leave a Reply