বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর শাখার উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় মহানগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সংহতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা মুস্তাফিজুর রহমান ইরান। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ। প্রধান বক্তা মহাসচিব হামদুল্লাহ আল মেহদী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মহসীন ভূঁইয়া। বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মো ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, সহ সভাপতি মকসুদ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক মো লিটন, মহানগর ছাত্র মিশন সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্র মিশন নেতা সফি মোহাম্মদ।
Leave a Reply