দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে বিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা জিলাল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, বলদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল মুমিন। বিশেষ অতিথি ছিলেন, বলদী জান্নাতুল ফেরদৌস জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মন্নান রাব্বানী, তেলিবাজার বনফুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গণি, বলদী পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন সাইফুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের অভিভাবক সদস্য মঈন উদ্দিন আহমদ, অভিভাবক কণা মিয়া, আতা খান, আব্দুল মুনিম, আনোয়ার হোসেন, সজ্জাদ মিয়া, তুরণ মিয়া, মো সাদিকুর রহমান জাকির, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদার, সাজিয়া খানম, রহিমা আক্তার লিনা, শিপন রৌদ্র পাল, শাখাওয়াত হোসেন আকন্দ, সাইদুর রহমান জীবন, ছামিয়া বেগম, ওয়ারিছ আলী ও সুহেল আহমদ।
Leave a Reply