নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় ৮৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার দুপুরে উপজেলা মিলানায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান জাহান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় ও পল্লীবিদ্যুতের উপ মহাব্যবস্থাপক আব্দুল বারী।
এতে আরো বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সবাপতি বাবুল দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি অমোক তরু দাস, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, নিতেশ দাশ, অখিল সূত্রধর প্রমুখ।
বিশেষ সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রাখা হবে। প্রতিটি মণ্ডপে বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটরের ব্যবস্থা। এছাড়া আনসার-ভিডিপির সদস্য সহ পুলিশ টিম সার্বিকভাবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
Leave a Reply