সিলেট মেট্টোপলিটন পুলিশ-এসএমপির ইফতার মাহফিল বুধবার মহানগরীর রিকাবীবাজারে পুলিশ লাইন্সে শহীদ এসপি শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আনোয়ারুল মোমেন, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিসের কমান্ডেন্ট মেজর জেনারেল মো সাইফুল আলম, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, ডিআইজি কামরুল আহসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড গোলাম শাহী আলম, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সহ ডিজিএফআই, বিজিবি ও র্যাব-৯ সহ বিভিন্ন সংস্থার প্রধান এবং পেশাজীবী সংগঠনেরে নেতবৃন্দ।
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ইফতারে অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানান।
Leave a Reply