সিলেটে ১৮তম জাতীয় ক্রিকেট লীগ ২০১৬-১৭ শুরু হয়েছে। রবিবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুচকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি শওকতুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার জয়নাল আবেদীন, কোচ নূরুল আবেদীন নোবেল, রংপুর বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার শামীম আল মিসকিন, কোচ দিপু রায় চৌধুরী, আম্পায়ার মোরশেদ আলী খান, সাইফুল ইসলাম জুয়েল, হাবিবুর রহমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল রংপুর বিভাগীয় ক্রিকেট দলের মুখোমুখি হয়।
Leave a Reply