নিজস্ব প্রতিবেদক : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সিলেটের বন্যাদুর্গতদের জন্যে ৪ হাজার ৯শ মেট্রিক টন চাল ও ৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
এই বরাদ্দ থেকে ভিজিএফ কার্ডের মাধ্যমে ৫০ হাজার পরিবারকে ৩১ জুলাই পর্যন্ত মাসে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে দেয়া হবে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহুত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক রাহাত আনোয়ার এ তথ্য জানান।
তিনি জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন থেকে ৩২০ মেট্রিক টন চাল ও নগদ প্রায় ২১ লাখ টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক জানান, সরকারি বরাদ্দ আরো বাড়তে পারে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরীও বক্তব্য রাখেন।
Leave a Reply