সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মো মিজানুর রহমান সিলেট বিভাগে কর্মরত দক্ষ পুলিশ কর্মকর্তাদের আগস্ট মাসে বিভিন্ন খাতে সাফল্যের জন্যে পুরস্কৃত করেছেন।
গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার এবং প্রসিকিউশন দাখিলের উপর ভিত্তি করে প্রতি মাসে এই পুরস্কার প্রদান করা হয়।
আগস্ট মাসে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো দেলোয়ার হোসেনকে আসামি সহ অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো মুরসালিন, এসআই মো আব্দুস সালাম মিয়া ও এসআই মো আশরাফুলকে আসামি সহ অস্ত্র ও কার্তুজ উদ্ধারের জন্য, মাধবপুর থানার পিএসআই মো মুমিনুল ইসলামকে পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি ও ভিকটিম উদ্ধারের জন্য, চুনারুঘাট থানার এএসআই দেলোয়ার হোসেনকে পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের জন্য, সিলেট জেলা ট্রাফিক শাখায় কর্মরত টিএসআই আবু বক্কর সিদ্দিককে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন দাখিলের জন্য এবং গোয়াইনঘাট জোনে কর্মরত জেলা বিশেষ শাখার এএসআই মো রফিকুল ইসলামকে আসামি গ্রেফতারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বলেন, দক্ষ কর্মকর্তাদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে। এই উদ্যোগ তাদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে।
Leave a Reply