সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে এবং স্থানীয় সরকার দফতর ও ইউনিয়ন পরিষদ গর্ভন্যান্স প্রজেক্টের সহযোগিতায় ‘উত্তম চর্চা’ উদ্ভাবন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের ভূমিকা’ সম্পর্কিত বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে ও উপ পরিচালক জাকারিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো আজম খান ও পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক ছালাহ উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি, সাংবাদিক আফতাব চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কবি মুহিত চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সিলেট ট্যুরিস্ট ক্লাব সভাপতি হুমায়ুন কবির লিটন প্রমুখ।
Leave a Reply