সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত স্থানে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা-সিলেট-তামাবিল ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ অবিলম্বে সিলেট প্রান্ত থেকে শুরুর দাবি জানিয়েছে।
মঙ্গলবার, ২১ মার্চ রাতে সংগঠনের স্টিয়ারিং কমিটির বর্ধিত সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
অপর এক প্রস্তাবে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে অস্থায়ীভাবে চলমান উপজেলা সাব-রেজিস্টারি অফিসের সেবায় অব্যবস্থাপনা ও অপ্রতুলতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, তাড়াহুড়া করে উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরের স্টাফ কোয়ার্টারে উপজেলা সাব-রেজিস্টারি অফিস চালু করায় সেবাপ্রার্থী জনগণকে অশেষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরিসর অফিসকক্ষে বিশ্রাম সুবিধা না থাকায় সেবাপ্রার্থী বৃদ্ধ বা মহিলারা অসুবিধায় পড়ছেন। তাই অবিলম্বে ব্যাংকিং সুবিধা আছে, এমন স্থানে সুপরিসর স্থায়ী উপজেলা সাব-রেজিস্টারি অফিস স্থাপন করতে হবে।
সভায় সংগঠনের সভাপতি অসুস্থ শেখ মো মকন মিয়ার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা ও ভার্থখলা নিবাসী বিশিষ্ট সমাজসেবী মাছুম আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের অন্যতম সহসভাপতি মো আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আজম খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চঞ্চল মাহমুদ ফুলর, মো ফরিদুর রহমান, আবদুল মালেক তালুকদার, মো নজরুল হোসেন, জাহাঙ্গীর খান, শেখ মো লায়েক মিয়া, মো ছয়েফ খান, মো দিলওয়ার হোসেন রানা, নূরুল ইসলাম সুমন, খলিল মিয়া, লাহিন আহমেদ রুয়েল, হিরণ মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply