গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার দারুস সালাম দ্বারুল হাদিস লাফনাউট মাদরাসা, এই দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং হালে ’মায়াবন’ নামে পরিচিতি পাওয়া এই এলাকার জুগিরকান্দি হাওরের বেকরাস্ত খাল নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, শতবর্ষের ঐতিহ্যবাহী দারুস সালাম দ্বারুল হাদিস লাফনাউট মাদরাসাকে জঙ্গি প্রতিষ্ঠান হিসেবে কলঙ্কিত করার অপচেষ্টা বরদাশত করা হবেনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় দ্বারুল হাদিস লাফনাউট মাদরাসায় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সভায় তারা এই হুশিযারি উচ্চারণ করেন।
শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ীর সভাতিত্বে ও মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মনতাজ আলী, মাস্টার ইউসুফ আলী, ফয়জুল্লাহ, লোকমান আহমদ, মস্তফা মিয়া, সয়ফুল্লাহ, আব্দুস শুকুর মেম্বার, জালাল উদ্দিন, মুহিবুর রহমান, আজির উদ্দিন, জমির উদ্দিন, ফয়জুল হক মোল্লাহ, আব্দুল হক, আব্দুস শুকুর মাখন, আরব আলী, ফয়জুর রহমান প্রমুখ।
Leave a Reply