নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা সিলেটের নতুন কার্যকরী পরিষদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল-আজাদ সভাপতি, চ্যানেল এস ইউকের সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মনজু সাধারণ সম্পাদক ও চ্যানেল আইর প্রতিনিধি সাদিকুর রহমান সাকী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
আল-আজাদ ও মঈন উদ্দিন মনজু ইমজার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সদস্য সচিব এবং প্রথম কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
এবারো এ দুই জন এক সাথে ২০১৭ সালের জন্যে ইমজার সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন।
মঙ্গলবার দিনগত রাতে ইমজার নিজস্ব কার্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত ১০ম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি শামসুল ইসলাম শামীম (বাংলা ভিশন) ও মুজিবুর রহমান ডালিম (মোহনা টিভি ), সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমদ (চ্যানেল এস ইউকে), ক্রীড়া সম্পাদক শফিকুর রহমান চৌধুরী (বাংলাদেশ বেতার) এবং নির্বাহী সদস্য মাহবুবুর রহমান রিপন (যমুনা টিভি), নিরানন্দ পাল (যমুনা টিভি) ও সুবর্ণা হামিদ (চ্যানেল আই)।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, এসসিএসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট জুনেল আহমদ ও ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচন কমিশনকে ইমজার বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক সজল ছত্রী সহযোগিতা করেন।
এর আগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply