বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুমের ৫৫ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত ফিরে না পাওয়ার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ এবং যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম। সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মখন মিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা কবির সেপী, জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট জোহরা জেসমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, ইলিয়াস মুক্তি যুুব সংগ্রাম পরিষদের সদস্য সচিব আব্দুস সহিদ, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং জেলা ছাত্রদলের কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম।
Leave a Reply