নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড সংক্রান্ত দুটি মামলায়ই জামিন পেয়েছেন; কিন্তু এরপরও তার কারামুক্তি অনিশ্চিত থেকে যাচ্ছে।
আরিফুল হক চৌধুরী রবিবার হাইকোর্ট থেকে শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড সংক্রান্ত বিস্ফোরক আইনের মামলা থেকে জামিন লাভ করেন। এর আগে হাইকোর্ট তাকে হত্যা মামলা থেকে জামিন দেয়।
শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড সংক্রান্ত হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আরিফুল হক চৌধুরীর জামিন হলেও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টার মামলায় তাকে আসামি করায় কারাগার থেকে তার মুক্তি লাভে অনিশ্চয়তা রয়ে গেছে।
একজন প্রবীণ আইনজীবী জানিয়েছেন, শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড সংক্রান্ত মামলা দুটিতে আরিফুল হক চৌধুরীর কারামুক্তিতে আর কোন বাধা নেই; কিন্তু সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেষ্টা মামলায় অভিযোগপত্র দাখিল না হলেও শ্যোন এরেস্ট দেখানোর আশংকা রয়েছে।
Leave a Reply