নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ যশোরের ব্যবসায়ী মাওলানা আশরাফ ইয়াছিনের সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মহানগরীর কোর্ট পয়েন্টে মাদানী কাফেলা বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া দারুল উলুম সিলেটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল মালিক চৌধুরী। সভাপতিত্ব করেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমিন নগরী। বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া বিশ্বনাথ মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, ব্যবসায়ী হাফিজ মাছরুর আহমদ, মাওলানা আখতারুজ্জামান, জামেয়া দারুল কুরআনের শিক্ষক হাফিজ সৈয়দ সুহাইল আহমদ, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ ফুরকানী, জেলা আহবায়ক হাফিজ মাসহুদ আজহার, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার শিক্ষক হাফিজ ফয়েজ উদ্দিন খান, সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আব্দুল হাই, মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা সিফত উল্লাহ, জাকির হোসেন, দেলওয়ার হোসেন ইমরান, হাফিজ আব্দুস সালাম, সাখাওয়াত শিকদার ও সাজ্জাদ হোসেন রুমন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।
Leave a Reply