নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নাট্যকর্মীদের উপর হামলা ও শরিয়ত বাউলকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সম্মিলিত নাট্য পরিষদ এ প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সাধারণ সম্পদক আব্দুল করিম কীম ও নারী সংগঠক ইন্দ্রাণী সেন।
বক্তারা অবিলম্বে নাট্যকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং শরিয়ত বাউলের মুক্তি দাবি করেন।
তারা বলেন, বিশ্বখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান এবং যাত্রাশিল্পের পীঠস্থান ব্রাহ্মণবাড়িয়াকে একটি চিহ্নিত চক্র অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে।
মানববন্ধনে উল্লেখ করা হয়, প্রযুক্তির বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ অপরিহার্য। আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখছেন নাট্য-সংস্কৃতিকর্মী এবং শিল্পী-বাউলরা। অথচ তাদের উপরই হামলা-নির্যাতন চলছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষের প্রাক্কালে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় মানববন্ধনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
Leave a Reply