নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর একটি হোটেলের মান্দাতার আমলের রেস্টুরেন্টটি আধুনিকায়ন করে শুক্রবার রাতে ফের উদ্বোধন করা হলো্
এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয়দের। অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল রাত ৮টা; কিন্তু সচরাচর যা হয়ে থাকে তাই হলো। অর্থাৎ পুরো ৩০ মিনিট পর উপস্থাপক অনুষ্ঠানটি শুরুর ঘোষণা দেন।
এরপর বক্তৃতার পালা। বক্তারা কথা বললেন অল্পই। তবু উপস্থিত সবার মাঝে কেমন যেন অস্বস্তিবোধ লক্ষ্য করা যাচ্ছিল। কারণ ততক্ষণে অনেকের রাতের খাবার গ্রহণের সময় হয়ে গেছে।
রাত সোয়া ৯টার দিকে ঘোষণা এলো মোনাজাতের। সবা্ই বেশ নড়েচড়ে বসলেন। মোনাজাতের ভার অর্পণ করা হলো যার উপর তিনি একজন আলেম; কিন্তু জাতীয়তাবাদী রাজনীতিতে খুব সক্রিয়। জাতীয় সংসদ নির্বাচনে একটি বড়ো রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন।
মাইক্রোফোন হাতে নিলেন মাওলানা সাহেব। সকলেই প্রস্তুতি নিলেন মোনাজাতের জন্যে; কিন্তু কোথায় মোনাজাত-শুরু হলো বক্তৃতা। প্রায় ১০ মিনিট ধরে তিনি নিজের মতো করে বক্তব্য রাখলেন। তবে আনুষ্ঠানিকভাবে ‘সংক্ষিপ্ত’ বক্তৃতার সমাপ্তি টানার পর উপস্থিত সবাইকে দরুদ পাঠের আহ্বান জানালেন।
মোনাজাতের পর সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
Leave a Reply