জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিবিএ সিলেট-সুনামগঞ্জ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাগবাড়ি এলাকায় পিডিবি ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। সভাপতিত্ব করেন, সিলেট-সুনামগঞ্জ শাখার সভাপতি নূরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে, বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি এটিএম সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মতিন, কেন্দ্রীয় শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা বিধু ভূষণ চক্রবর্ত্তী ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। পরিচালনায় ছিলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক আব্দুল জলিল।
আলোচনা সভার আগে সিলেট বিদ্যুৎ ভবন চত্বরে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। এছাড়া বাদ জোহর পিডিবি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply