সুনামগঞ্জ-৩ আসনে ডনের প্রার্থীতার দাবিতে জগন্নাথপুরে সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডনকে মনোনয়ন দেয়ার দাবিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের বড় গলিতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আজিজুস সামাদ ডন, পৌর মেয়র আব্দুল মনাফ, আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম, আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য সাব্বির আহমেদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাসিম ও পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার।
Leave a Reply