সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও শিশু নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শিশু একাডেমি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়।
দুপুরে ছিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ অর রশিদ। দুর্বার সমিত আদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, নারী সংগঠক শীলা রায়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী ও আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সহ সভাপতি অলক ঘোষ চৌধুরী।
জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, বর্তমান প্রজন্মের মেধা ও মনন বিকাশে সহায়ক শক্তি হিসেবে সংস্কৃতির কোন বিকল্প নেই।
Leave a Reply