নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে জাহাঙ্গির আলম নামে এক যুবককে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ গ্রেফতার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর সুবিদবাজার এলাকায় আর কে এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা এএসপি সত্যজিত কুমার ঘোষ জানান, জাহাঙ্গির আলম দীর্ঘদিন থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর প্রধান এবং অতিসম্প্রতি র্যাবের মহাপরিচালক সহ অনেকের নামে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply