শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক উন্নত নির্মাতা হিসেবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে। তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে শিক্ষকদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপশি স্বপ্ন দেখাতে হবে। তবেই তারা এগিয়ে যাবে।
তিনি আরো বলেছেন, শিক্ষা জীবন সংগ্রামের হাতিয়ার। সুশিক্ষা অর্জন করলে ব্যক্তি জীবনে লাভবান হবার পাশাপাশি দেশ ও জাতি বিনির্মাণে কাজ করতে পারবে।
সিলেট জেলা পরিষদের উদ্যোগে বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ২০১৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো লুৎফুর রহমানের সভাপতিত্বে ও এ কে এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার ও স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মো মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবনী ও সদস্য মোহাম্মদ শামীম আহমেদ।
অনুষ্ঠানে ৩৬৫ জন শিক্ষার্থীর মধ্যে সাড়ে ১২ লাখ টাকা বৃত্তি বিতরণ করা হয়।
Leave a Reply