সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন মারা গেছেন।
পুলিশ জানায়, বুধবার সকাল ১১টায় উপজেলার খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান, গ্রামের দুদু মিয়া (৫২) খরিদা সূত্রে মালিকানাধীন তার জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোশাহিদ মিয়া নামের একজনকে আটক করেছে।
ছাতক থানার ওসি-তদন্ত আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply