নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল আতিয়া মহলে পৌঁছে বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
র্যাব ৯ সূত্রে জানা গেছে, বোমা নিষ্ক্রিয়কারী দল বেলা দেড়টার দিকে আতিয়া মহলের ভিতরে ঢুকে বিস্ফোরকের সন্ধান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত একাধিক বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ, সিলেট সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও ওসমানী মেডিকেল কলেজ অভিযানে সহযোগিতা করছে।
Leave a Reply