সুনামগঞ্জ প্রতিনিধি : নিজেদের ৭ দফা দাবি আদায়ে সুনামগঞ্জে পরিবহণ শ্রমিকরা সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও বেবিটেক্সি ইউনিয়নের সভাপতি আপ্তাব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ ফলিক। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সজিব আলী, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক, জেলা অটোরিক্সা ও অটোটেম্পু ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মছন মিয়া, জেলা ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ ও সহ সভাপতি সুন্দর আলী।
নেতৃবৃন্দ আগামী ২৯ এপ্রিল কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে বলেন, এরপরও দাবি পূরণ না হলে সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।
Leave a Reply