৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার, ২৬ এপ্রিল (১৩ বৈশাখ) ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম দৃষ্টিনন্দন মসজিদটি উদ্বোধন করেন।
মসজিদের পেশ ইমাম এএসআই মাওলানা ইউনুস আকন্দের পরিচালনায় এ সময় অতিরিক্ত ডিআইজি বলেন, মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের নির্মাণকারী ও হেফাজতকারী আল্লাহর প্রিয় বান্দা। দুনিয়ার শান্তি ও আখেরাতের কল্যাণের জন্য সকল মুসলমানকে মসজিদের পৃষ্ঠপোষকতা করতে হবে।
তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, তার সরকার সারা দেশে ৫৯৯টি মডেল মসজিদ নির্মাণ করেছে।
আরও বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। এছাড়াও সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমান, মেডিক্যাল অফিসার ডা রুহুল আমিন খান রিজভী, পুলিশ পরিদর্শক এসএম আল মামুন ও দুলাল মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে মসজিদে জুমার নামাজ আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply