৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে ২ লাখ ১০ হাজার শলাকা ভারতীয় বিড়িসহ একটি টাটা ডিআই পিকআপ আটক হয়েছে।
৭ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের নেতৃত্বে সোমবার, ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্য গুদামের পূর্ব পাশে ডিআই টাটা পিকআপ থেকে ইঞ্জিন চালিত নৌকায় তোলার সময় অভিযান চালিয়ে এই নাসির উদ্দিন পাতার বিড়ি ও পিকআপ আটক করা হয়।
তবে কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে এসআই (নি) মো হুমায়ূন কবির বিশ্বম্ভরপুর থানায় অজ্ঞাননামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী
Leave a Reply