নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ ডিসেম্বরের মধ্যে পরিবহণ শ্রমিক নেতাদের উপর হামলাকারীদের গ্রেফতার, হকার শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ সহ ৬ দফা দাবি না মানলে ১০ ডিসেম্বর থেকে সিলেট বিভাগে পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে।
সিলেট বিভাগ সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ঘোষণা দিয়েছে।
দুপুরে মহানগরীর কদমতলীতে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট বিভাগ সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিভাগীয় সভাপতি সেলিম আহমেদ ফলিক সহ অন্যান্য নেতা।
বক্তারা বলেন, যুবলীগ ও শ্রমিক লীগ নামধারী একটি মহল কৌশলে পরিবহণ শ্রমিকদের ঐক্যে ভাঙ্গন ধরাতে অপচেষ্টা চালাচ্ছে।
Leave a Reply