হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা ৪৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা জ্ঞাপন করেছে।
সোমবার সকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লে কর্নেল সি কে দাশ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, বিএনপির সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া, সাবেক সিভিল সার্জন ডা সফিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, মাওলানা আশরাফ আলী, লন্ডন প্রবাসী নেহার মিয়া ও সাংবাদিক আশরাফ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কাউন্সিলর এটিএম সালাম।
Leave a Reply