নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র) থানা পুলিশ পরিত্যক্ত একটি ডিআই ট্রাক হতে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চিনি উদ্ধার করেছে।
শাহপরাণ (র) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সানাউল ইসলাম ও শাহপরাণ থানার এএসআই রুহেল উদ্দিন ফোর্সসহ সোমবার (৪ নভেম্বর/১৯ কার্তিক) সকাল সোয়া ৮টার দিকে মুরাদপুর বাইপাস সেতু সংলগ্ন সড়কে ১টি ডিআই ট্রাক পরিত্যক্ত অবস্থায় আটক করেন।
পরে এই ডিআই ট্রাক থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেন, যার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা বলে এসএমপি জানিয়েছে। সূত্র তথ্য বিবরণী