সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বিএনপি হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া দল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র ও জনকল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আসছে। জাতির যে কোন দুর্যোগে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে ২৬ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়ার্ড বিএনপির আহবায়ক ডা এম এ হকের সভাপতিত্বে ও দলীয় নেতা দেলোয়ার হোসেন রানার পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মোর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা আখতার রশিদ চৌধুরী, আবুল কালাম, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply