শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন শিকড় ২২ বছর পূর্ণ করেছে।
‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানববন্ধন’ এ স্লোগান নিয়ে সাফল্যের দীর্ঘ পথচলা শেষে শিকড় পা রাখছে ২৩ বছরে। এ উপলক্ষে ‘দ্বাবিংশের ঝংকার’ শিরোনামে শাবিপ্রবি কেন্দ্রীয় মিলনায়তনে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালায় রয়েছে, বুধবার রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা ও জলের গানের পরিবেশনা, বৃহস্পতিবার সুমাইয়া বিনতে সেলিমের নির্দেশনায় শিকড়ের নাটক মেরাজ ফকিরের মা, শুক্রবার ত্রপা মজুমদারের নির্দেশনায় থিয়েটারের নাটক মুক্তি ও শনিবার শিকড়ের পরিবেশনায় এই নদী শেষে, এমকা নৃত্যদলের পরিবেশনায় মনিপুরী রাসনৃত্য ও পুং চলোম এবং বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিল্পীদের পরিবেশনা। প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হবে।
Leave a Reply