বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ভোট ছাড়াই পুলিশের অস্ত্রের জোরে নির্বাচিত বর্তমান ‘অবৈধ’ সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সারাদেশের মানুষের মাঝে একটি আতংক সৃষ্টির জন্য পবিত্র রমজান মাসেও বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর জুলুম, নির্যাতন ও অত্যাচার অব্যাহত রেখেছে। তাই এ সরকারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করতে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার মহানগরীর শাহজালাল উপশহরে একটি অভিজাত হোটেলে সিলেট সিটি কর্পোরেশনের ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা একেএম আহাদুস ছামাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল, সিটি কাউন্সিলার দিনার খান হাসু ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
Leave a Reply