২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশ চলাকালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের মদদে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, ২৪ জন নেতাকর্মীকে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে রবিবার দুপুরে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখা বিক্ষোভ মিছিল বের করে।
মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের নেতৃত্বে মিছিলটি তালতলা পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রারি মাঠে মহানগর আওয়ামী লীগের সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, মহানগর শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, সাদিকুর রহমান সাদিক, আব্দুল জলিল লেবু, মাহবুবুল হক, হরিলাল দাস, যুগ্মসাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম, ইয়াসিন আহমদ সুমন, সালাউদ্দিন মাসুম, সহসাধারণ সম্পাদক মির্জা আব্দুল হামিদ অভি, ফয়সল আহমদ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সজিব মালাকার (রেলওয়ে শ্রমিক লীগ), গোলাম রহমান জিলু, ফরহাদ আহমদ জীবন, সহসাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ, পুলক সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কারী রমিজ উদ্দিন, সদস্য রফিক মিয়া, মো শাহজাহান, সাজিদুর রহমান মাছুম, রেলওয়ে শ্রমিক লীগ নেতা ইমাম উদ্দিন টিপু, ফখরুল ইসলাম, কাজী আহসান, মহানগর হকার্স লীগের আহবায়ক রকিব আলী, যুগ্মআহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব জানে আলম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply