মৌলভীবাজার প্রতিনিধি : প্রায় ২০ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে যেভাবে জীবনবাজি রেখেছিলেন সেইভাবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Leave a Reply