হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ সমাজ যাতে যথাযথভাবে সুশিক্ষিত হতে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ট্রাস্ট গঠন করেছেন।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ এখন নিম্নমধ্য আয়ের দেশ। ২০২১ সালের মধ্যে হবে মধ্য আয়ের দেশ আর ২০৪১ সালে হবে উন্নত-সমৃদ্ধ দেশ।
শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন ।
শতবর্ষ পূর্তি উৎসব কমিটির আহ্বায়ক অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, সাংসদ অ্যাডভোকেট আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও অ্যাডভোকেট মাহবুুব আলী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জাহেদ চৌধুরী। প্রধান অতিথি শতবর্ষ স্মারক ভবনের ভিত্তপ্রস্তর স্থাপন করেন।
Leave a Reply