এনা, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ এশিয়ার সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারকুইস হোটেলের গ্রান্ড বলরুমে প্রবাসী নাগরিক সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
সমৃদ্ধির পথে চলমান প্রক্রিয়া ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর সাথে সাথে শেখ হাসিনা দেশ বিরোধী যেকোন ষড়যন্ত্র রুখতে সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের ভালবাসায় এতে বিজয়ী হতে হবে।
শেখ হাসিনা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ পরিচালিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জনে সক্ষম হয়েছে। বালাদেশ এখন উন্নয়ন আর শান্তির মডেল। মানবিকতার প্রশ্নেও সারাবিশ্ব প্রশংসার সাথে উচ্চারণ করছে এ দেশের নাম। এসব অর্জন প্রবাসীদের অকুণ্ঠ সমর্থনের জন্যেই সম্ভব হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগদানের জন্যে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এই সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সহযোগিতায় ছিলো দলের বিভিন্ন অঙ্গ সংগঠন। সভাপতিত্ব করেন দলীয় সভাপতি ড সিদ্দিকুর রহমান। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। জাতীয় সংগীত ও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বক্তব্য রাখেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুণ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকি, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য মুজিবুল মাওলা, আব্দুল করিম প্রমুখ। মঞ্চে আরো ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইরীন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, চন্দন দত্ত, কাজী কয়েস, হিন্দাল কাদির বাপ্পা, হাজী এনাম প্রমুখ।
সংবর্ধনা সমাবেশে নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, বোস্টন, ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো এবং লসএঞ্জেলেস থেকেও নেতা-কর্মীরা এসেছিলেন।
এরপর কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর ও শহীদ হাসান মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।
Leave a Reply