সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও জাতীয় সংসদ নির্বাচন হবে না। সাহস থাকলে নির্বাচনে আসুন। বর্তমান পদ্ধতিতেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। ভোটে ফল যা হবে আওয়ামী লীগ তা মেনে নেবে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
মোহাম্মদ নাসিম বলেন,‘আমরা খালি মাঠে খেলতে চাই না। খেলে জিততে চাই’।
তিনি বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা খালেদা জিয়াকে বলেছিলেন, আসুন গণভবনে বসে আলোচনা করি কিভাবে নির্বাচন হবে। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেদিন নির্বাচন না হলে দেশে যে উন্নয়ন হচ্ছে তা হতো না। দেশে স্থিতিশীল অবস্থা ফিরতো না। খালেদা জিয়া নির্বাচনে না এসে জ্বালাও-পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে অশান্ত করার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। দেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সকালে শাল্লা উপজেলা সদরে ৫০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং দিরাই উপজেলা সদরে ৫০ শয্যার হাসপাতাল ভবনের উদ্বোধন করেন।
এছাড়া সমাবেশের শুরুতে দিরাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পল্লীবিদ্যুতের এবং দিরাই পৌরসভার একটি এলাকায় পিডিবির নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।
Leave a Reply