গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সালাহউদ্দিন বলেছেন সরকার ও এনজিওর যৌথ প্রচেষ্টায় ২০১৭সালের মধ্যে এ উপজেলাকে শতভাগ স্যানিটেশনের আওয়তায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেছেন, নিজের প্রয়োজনেই স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এফআইভিডিবি ওয়াশ, সূচনা, মমতা প্রকল্প ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী আজমেরী শরীফ। এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ট্রেনিং অফিসার আজিজুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সিনারো হিরামতি, এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কর্মকর্তা আহমেদ হোসেন চৌধুরী হেলাল, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মো মিজানুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মকর্তা মো সাইফুদ্দিন, এফআইভিডিবি কর্মকর্তা পার্থ সারথী চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, যুগ্ম সম্পাদক আলী হোসেন, সমাজকর্মী জয়নুদ্দিন রুবেল, এনজিও কর্মী জয়া রানী দাশ প্রমুখ।
Leave a Reply