নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে আর্ন্তজাতিক সিলেট উৎসব অনুষ্ঠিত হবে।
ঢাকায় বসবাসরত সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন এই আর্ন্তজাতিক উৎসবের আয়োজন করছে।
২৪ ও ২৫শে ফেব্রুয়ারি ঢাকায় এবং ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সিলেটে আয়োজিত এই আর্ন্তজাতিক উৎসবে এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও সম্ভাবনা তুলে ধরা হবে।
আর্ন্তজাতিক সিলেট উৎসব নিয়ে শনিবার রাতে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি সি এম তোফায়েল সামির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, প্রফেসার ইমেরিটাস মো আব্দুুল আজিজ, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, ব্যবসায়ী নেতা এমএস সেকিল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত ও অ্যাডভোকেট তাজউদ্দিন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
Leave a Reply