বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান বলেছেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি ‘প্রহসনের’ নির্বাচন এবং পরবর্তী সময়ে স্থানীয় সরকারের ‘কারচুপির’ নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের ভিতকে আরো দুর্বল ও ভঙ্গুর করে ফেলা হয়েছে।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিপিবি সিলেট জেলা শাখার একাদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জুরুল আহসান খান বলেন, জঙ্গিবাদের উত্থান, সীমাহীন ঘুষ, দুর্নীতি, লুটপাট, লাগামহীন দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বেকারত্ব, কর্মহীনতা, গণতন্ত্র ও সুশাসনের অভাব, বিদেশে অর্থ পাচার ইত্যাদিতে দেশ আটকে আছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম খোকা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার মো ফিরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক মো আনিসুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সভাপতি এ কে শেরাম, খেলাঘর জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালী, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাস খোকন, সিপিবি যুক্তরাজ্য শাখার সদস্য ইফতেখারুল হক পাপলু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সর্প্তষি দাস, শাবিপ্রবি সংসদের সভাপতি স্বপন দেবনাথ ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা বীরেন্দ্র চন্দ্র দেব। পরিচালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত, গণসংগীত ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের শিল্পীবৃন্দ।
Leave a Reply