আগামী ১ ডিসেম্বর সিলেট মহানগরীতে তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান এই শোভাযাত্রা সফলের আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকেলে সংগঠনের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে র্যালি বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুহাম্মদ উসমান গণির পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ। আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, সুলতান আহমদ, র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এনাম উদ্দিন আহমদ, সহ সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, সদস্য সিলেট পূর্ব জেলা সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সিলেট পশ্চিম জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজির, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আহমদ শরীফ, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, পূর্ব জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত আল হাসান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমুখ।
Leave a Reply