নিজস্ব প্রতিবেদক : কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্ক করাদি ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধ ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এতে আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শুল্ক-কর সরকারি কোষাগারে জমা করতে পারবেন। এতে অনেক সময় সাশ্রয় হবে।
সোমবার সকালে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট ও সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় সিলেটের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের সুবিধার্থে ই-পেমেন্ট বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তামাবিল স্থলবন্দরে এএসআই কোটা সিস্টেম চালু থাকায় বর্তমানে এ দুটি বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ই-পেমেন্ট ব্যবহার করা যাবে। ১ জুলাই থেকে পরবর্তী ৬ মাস ২ লাখ টাকার অধিক শুল্ক-কর পরিশোধের ক্ষেত্রে ই-পেমেন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে আগামী বছরের জানুয়ারি থেকে যেকোন পরিমাণ শুল্ক ই-পেমেন্টের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথি আরো জানান, প্রাথমিকভাবে সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক এবং বিকাশ ও রকেটের মাধ্যমে ই-পেমেন্ট করা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ব্যাংকেও এই সুবিধা চালু করা হবে।
তিনি ঝামেলা এড়াতে আমদানি-রপ্তানিকারকদের বড় অংকের এলসির পরিবর্তে প্রয়োজনমাফিক ছোট এলসি করার পরামর্শ দেন।
সিলেট চেম্বার মিলনায়তনে এসসিসিআই সভাপতি আবু তাহের মো শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো নূরুল হক। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, কাস্টমস বিভাগের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো শোয়েব আশা প্রকাশ করেন, ই-পেমেন্ট পদ্ধতি চালুর ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটবে।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মো এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, ফালাহ উদ্দিন আলী আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি শাহ আলম, জেলা সিএন্ডএফ এজেন্ট গ্রুপের সভাপতি মো বশিরুল হক, সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল হান্নান, তামাবিল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো আশিকুর রহমান, সিলেট চেম্বার সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহসচিব সানু উদ্দিন রুবেল, আইটি অফিসার আতিকুর রহমান, নির্বাহী কর্মকর্তা শাহআলম রাফি ও আমদানি-রপ্তানিকারকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মিনতি দেবী।
Leave a Reply