লন্ডন প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে গণহত্যার জন্যে দায়ী ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিচারের জন্যে বাংলাদেশের কাছে হস্তান্তর, পাকিস্তানে আশ্রয় নেয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশের কাছে তুলে দেয়া ও পাকিস্তানের সাথে অংশে থাকাকালীন বাংলাদেশের ন্যায্য পাওনা ফেরৎ দেয়া সহ কয়েকটি দাবিতে বিভিন্ন মানবতাবাদী সংগঠন লন্ডনে পাকিস্তান দূতাবাস ঘেরাও করা হয়েছিল।
বুধবার লন্ডন সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সাউথ ওয়েস্ট লন্ডনের ৩৪-৩৬ লোন্ডেস স্কয়ারে পাকিস্তান দূতাবাসের সামনে এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকে, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা, গণজাগরণ মঞ্চ ইউকে, প্রজন্ম একাত্তর ও বাংলাদেশ হিউম্যান রাইট কাউন্সিল ইউকে আয়োজিত এ কর্মসূচিতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন।
কর্মসূচি থেকে পাকিস্তানি (বিহারী) নাগরিককে বাংলাদেশ থেকে পাকিস্তানে ফিরিয়ে নেয়া, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান, পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা উগ্রবাদী জঙ্গিসংগঠনগুলোকে দমন এবং বেলুচিস্তানে গণহত্যা বন্ধের দাবিও জানানো হয়।
ঘেরাও চলাকালে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ ইউকের সভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের মুখপাত্র অজয়ন্তা দেব রায়, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের জ্যেষ্ঠ সহ সভাপতি সরদার বাতিরুল হক, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা রাহেলা শেখ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি আলতাফুর রহমান চৌধুরী মিতা, গণজাগরণ মঞ্চের সিন্তিয়া আরেফিন, সাংবাদিক শারমিন ভুট্টো, সাইফ মিঠু, নূরুল ইসলাম, রাকু ঘোষ, শাফি নেওয়াজ, ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংবাদিক ফজলুল হক প্রমুখ।
পরে লন্ডনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাকিস্তান দূতাবাসের প্রেস উইংয়ের কর্মকর্তা মনির আহমদ তা গ্রহণ করেন।
Leave a Reply