সিলেট মহানগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ ছড়া পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ১৯৫৬ সালের ম্যাপ ধরে সকল অবৈধ দখল থেকে ছড়া উদ্ধার করা হবে।
এ সময় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, তিনি যা করতে পারেননি নগরবাসীর স্বার্থে আনোয়ারুজ্জামান চৌধুরী তা করতে পারবেন।
সিসিকের বর্তমান মেয়র ও সাবেক মেয়র শনিবার, ২২ জুন (৮ আষাঢ়) বিকেল ৩টায় মহানগরীর স্টেডিয়াম সংলগ্ন বৈঠাখাল পরিদর্শন করেন। তারা এই ছড়ার পানি প্রবাহে নানা প্রতিবন্ধতা প্রত্যক্ষ করে পারস্পরিক সহযোগিতায় এর সমাধানে ঐকমত্যে পৌঁছেন।
বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মহানগরীর ভিতর দিয়ে প্রবহমান ২৩টি ছড়া ১৯৫৬ সালের ম্যাপ ধরে অবৈধ দখলমুক্ত করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করা হবে।
তিনি সুরমা নদী উৎপত্তি স্থল থেকে খনন করার উপর গুরুত্ব আরোপ করেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও’ স্লোগানকে সামনে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় এ নগরীকে বাঁচিয়ে রাখতে হবে।
এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগরী। বহু বছর ধরে এখানে মানুষ পানিবন্দি হচ্ছেন-মালামাল নষ্ট হচ্ছে। এ দৃশ্য আর দেখতে চাই না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো মখলিছুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ ও দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply