নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেছেন, শান্তিমিশনে অংশ নিয়ে দক্ষতার পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে।
রবিবার সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেনা প্রধান অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশমাতৃকার মহান স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকতে সেনাসদস্যদের প্রতি আহবান জানান।
সকাল ১০টায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছলে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাকে অভ্যর্থনা জানান।
এরপর প্যারেড কমান্ডার মেজর তামজীদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাপ্রধানকে সালাম জানায়।
সেনাপ্রধান বেলুন উড়িয়ে নতুন পদাতিক ডিভিশনের ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
Leave a Reply