বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স বিনামূল্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় চক্ষুু শিবির স্থাপন করে সোমবার বিপুল সংখ্যক দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে।
এ সময় রোগীদের চোখ পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ ও চোখের ছানির কারণে অন্ধরোগীদের অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার কার্যক্রম পরিচালনা করা হয়।
এই কার্যক্রমে বাছাই করা দৃষ্টিশক্তি হারানো রোগীদের চোখে ১৪ জানুয়ারি অপারেশন করা হবে।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসির সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং বিএনএসবি মৌলভীবাজার ও সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেটের সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম চালানো হয়।
এর আগে ২ জানয়ারি হতে ১১ জানয়ারি পর্যন্ত ১৩ জন রোগীর মাইনর অপারেশন সহ ৩৯৪৩ জন রোগীর মধ্যে ঔষধ বিতরণসহ চিকিৎসা সেবা ও ৮ জানুয়ারি ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে ২২৯ জন রোগীকে দন্ত চিকিৎসা প্রদান এবং দন্তরোগ প্রতিরোধে প্রেরণামূলক অনুষ্ঠানের মাধ্যমে ১০০ স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীকে টুথপেস্ট ও টুথব্রাশ উপহার দেওয়া হয়।
বিনামূল্যের এই চিকিৎসাসেবা কার্যক্রমে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সিভিল সার্জন এবং ডেন্টাল ক্যাম্প পরিচালনায় মিলিটারি ডেন্টাল সেন্টার সিলেট সহযোগিতা করে।
Leave a Reply