নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪শে সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সোমবার দুপুরে সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগার প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, উপর্জনক্ষম প্রত্যেক ব্যক্তিকে আয়করের আওতায় নিয়ে আসা হবে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। ১৬ হাজার টাকার উপরে যাদের বেতন তাদেরকে আয়কর দিতে হবে। এজন্য তালিকা তৈরির করা হচ্ছে।
আগামী বছর না হলেও পরের বছর সরকারের এই পরিকল্পনা কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply